আশাকরি
সবাই ভাল আছেন | 
আমরা
যারা  লিনাক্স
[ RHEL7/Centos7] নিয়ে কাজ করি তারা
একটি সাধারণ সমস্যার মুখোমুখি
প্রায় পড়ি | আমরা জানি
লিনাক্স অনেক filesystem কেই মাউন্ট করতে
পারে | যেমন : fat , ext4 , ext3 ,
ext2 ইত্যাদি । কিন্তু
উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর একটা filesystem আছে
,  যেমন
NTFS | এই filesytem কে মাউন্ট সাধারণত
করা যায়না | অনেকেই মনে করেন
উইন্ডোজ এর filesyetem লিনাক্স এ মাউন্ট করার কি দরকার ? এটা জানা জরুরি
কারণ আমরা অনেক সময়
এমন পরিবেশে কাজ করি যেখানে
প্রায় উইন্ডোজ থেকে লিনাক্স অথবা
লিনাক্স থেকে উইন্ডোজ এ
অথবা ফ্ল্যাশ /পেন ড্রাইভ এর ফোল্ডার  শেয়ার করতে হয়
| এক্ষেত্রে ফোল্ডারটা যে filesystem এ আছে সেই
filesystem কে লিনাক্স কে চিনিয়ে দিতে
হবে | অন্যান্য filesystem কে লিনাক্স সহজেই
চিনে নেয় কিন্তু NTFS filesystem কে চিনিয়ে
দিতে হয় | এটা করার
জন্যে নিম্নের কাজগুলো করতে হবে | 
প্রথমে
আমাদের দুইটা Package  ডাউনলোড
করতে হবে:
১)  NTFS3G 
২ ) FUSE 
এই দুইটা package ডাউনলোড এবং ইন্সটল করতে
হবে | নিচে ইন্সটল process দেওয়া
হল |  
[
billah@localhost  ~ ] # yum    install ntfs-3g  –y 
; 
 [ ডাউনলোড URL  : https://www.rpmfind.net/linux/rpm2html/search.php?query=ntfs-3g
] 
[
billah@localhost  ~ ] # yum    install  fuse  –y
;  
[
ডাউনলোড URL  :  https://www.rpmfind.net/linux/rpm2html/search.php?query=fuse ] 
[
billah@localhost  ~ ] #modprobe fuse ;
[ নতুন ইনফো লিনাক্স kernel এ
load করা ] 
[
billah@localhost  ~ ] # mkdir /mnt/ntfs ;
[ একটা ফোল্ডার তৈরি করলাম যেটাতে
NTFS ড্রাইভ টাকে  মাউন্ট
করব ] 
[
billah@localhost  ~ ] # mount  -t 
ntfs-3g  /dev/sdb1   /mnt/ntfs ; [ মাউন্ট করার
command যেখানে  -t  দিয়ে filesystem টাকে নির্দিষ্ট করা
হয়েছে এবং /dev/sdb1 বলতে ফ্ল্যাশ বা
পেন ড্রাইভ বোঝানো  হয়েছে
যেটার filesytem NTFS ] 
এখন
ntfs filesystem ও লিনাক্স এ মাউন্ট করা
যাবে | 
ধন্যবাদ |
No comments:
Post a Comment