Thursday, December 15, 2016

আমার দেশ আমার অহংকার

৪৫ বছর , অনেক দীর্ঘ একটা সময় | ভাবছিলাম বসে বসে তখনকার মানুষের চিন্তাভাবনাগুলো কেমন ছিল |  হয়তো
আমাদের মতনই | যেদিকেই জোর সেদিকেই সবার দৌড় | একটা বিষয় নিশ্চিন্তে বলা যায় অন্তত সাহসী ছিল | নয়ত ঢাল নাই  তলওয়ার নাই নিধিরাম সরদার হয়েও দেশ বাঁচানোর লক্ষ্যে এভাবে ঝাঁপিয়ে পরতেন না | লাল সালাম | চিন্তা করছিলাম আমি ওই সময়টাতে কি করতাম | প্রথমে ভাবতাম বউ বাচ্চা মা বাবা ভাই বোন দের কথা , যখন এই সব ভাবনা চিন্তার ঊর্ধ্বে থাকতে পারতাম  হয়তো ভাবতাম ঠিক আছে না হয় দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পরি | এই ভাবনা চিন্তার সময়টাতে  হয়তো দেশটাকেই হারিয়ে ফেলতাম | যতই ভাবছি চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে |  কতোটা সাহস দেশের প্রতি টান থাকলে প্রিয়জনদের টানটাকে অবজ্ঞা করে যুদ্ধে যেতে পারে | অন্তত এটুকু বলতে পারি আমি পারতাম না | এই চিন্তা থেকেই নিজের জায়গায় দাড়িয়ে অন্তর থেকেই শ্রদ্ধা জানায় সেইসব শহীদদের যাদের আত্মত্যাগে আমাদের এই সুন্দর দেশ অর্জন | ভালবাসি বাংলাদেশ | এটাই আমার দেশ আমার অহংকার |

1 comment:

  1. Harrah's Cherokee Casino Resort - MapYRO
    Harrah's Cherokee 군산 출장샵 Casino Resort is 영천 출장마사지 located in 화성 출장안마 Murphy, North Carolina. Harrah's Cherokee Casino is owned by the Eastern Band of Cherokee Indians 안동 출장샵 and operated 부산광역 출장안마

    ReplyDelete