Sunday, December 18, 2016

ছটফটানি

হটাত হটাত কি যেন হয় | একসময় একটা বচন প্রায় শুনতাম " মনের নাম মহাশয় মন যা  বলে তাই সয় " | সেই মনটাই ইদানীং কেমন যেন ছটফট ছটফট করছে | কি যেন হইছে | ধুর ছাই | একটা গল্প মনে পড়ল |
আমার এক বন্ধুর একটা ছোটো সমস্যা ছিল যেমন সে কারো গালে টোল পড়ে বিশেষ করে মেয়ে যদি হয় তাহলে তো কথায় নেই হা করে তাকিয়ে থাকত | একবার হল কি তখন আমরা সবে কলেজে উঠেছি , আমরা এক শিক্ষকের বাসা থেকে পড়ে বের হয়ে আসছিলাম হটাত সামনে দেখলাম এক সুন্দরী আমার উলটো দিক থেকে আসছে | আমরা সবাই থাকিয়ে আছি | যখন মেয়েটা আমাদের সামনে আসল আমরা স্বাভাবিক ভাবে তাকে অতিক্রম করে চলে আসলাম কিন্তু আমার সেই বন্ধুটি অপলক মেয়েটার দিকে তাকিয়ে আছে | যখন সামনা সামনি হল তখন একপাশে সরে দাঁড়াতে গিয়ে হারিয়ে গেল | এতক্ষণ আমরা বিষয়টি লক্ষ্য করিনি | হটাত খিলখিল হাসি শুনে আমরা পিছনে ফিরে যা দেখলাম তাতে নিজেরাই হাসতে শুরু করলাম | হারিয়ে যাওয়ার বিষয়টি খোলাসা করি , মেয়েটা যখন সামনাসামনি হল সে সরে দাঁড়াতে গিয়ে পাশের ড্রেনে পড়ে গিয়েছিল আর তা দেখেই মেয়েটার খিলখিল হাসি | বন্ধুরা ভাবুন কেন এমন হোল | আমরাও তাঁকে জিজ্ঞেস করেছিলাম সে উত্তর দিয়েছিলো সব দোষ আসলে মেয়েটার গালের টোল | ওটা দেখতে গিয়েই তার এই দশা | ওই ব্যাপারটা নিয়ে আমরা এখনো থাকে ক্ষেপাই | কিন্তু আজ মনটা কেন এমন করছে ? গল্পটার সাথে কি সম্পর্ক এটার ? পাঠক নিজেরাই একটু ভেবে দেখুন না |

:) :) :D :D :( :(

No comments:

Post a Comment