Thursday, December 22, 2016

নির্বাচন কথোপকথন

আজ একটা বিষয় লক্ষ্য করলাম | বাসায় ফিরছিলাম  কমন মেনের বাহনে [ বাসে ] , শুনছিলাম লোকজনের কথাবার্তা | একজন বলছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন কেমন হচ্ছে ? 
সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন একসাথে বলে উঠলেন এই সরকারের সময়ে কি মারামারি ছাড়া অথবা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব ? ইত্যাদি ইত্যাদি | কিছু সময় পর দেখলাম আরেক দল বলা শুরু করলো নির্বাচন ভালই হচ্ছে এবং যে যোগ্য সেই নির্বাচিত হবে |
উপসংহার এটাই আমরা সবসময় দুইভাগেই বিভক্ত থাকব যে যত ভাল করুক না কেন একদল সবসময় তার বিপরীতে থাকবে | 

Sunday, December 18, 2016

ছটফটানি

হটাত হটাত কি যেন হয় | একসময় একটা বচন প্রায় শুনতাম " মনের নাম মহাশয় মন যা  বলে তাই সয় " | সেই মনটাই ইদানীং কেমন যেন ছটফট ছটফট করছে | কি যেন হইছে | ধুর ছাই | একটা গল্প মনে পড়ল |
আমার এক বন্ধুর একটা ছোটো সমস্যা ছিল যেমন সে কারো গালে টোল পড়ে বিশেষ করে মেয়ে যদি হয় তাহলে তো কথায় নেই হা করে তাকিয়ে থাকত | একবার হল কি তখন আমরা সবে কলেজে উঠেছি , আমরা এক শিক্ষকের বাসা থেকে পড়ে বের হয়ে আসছিলাম হটাত সামনে দেখলাম এক সুন্দরী আমার উলটো দিক থেকে আসছে | আমরা সবাই থাকিয়ে আছি | যখন মেয়েটা আমাদের সামনে আসল আমরা স্বাভাবিক ভাবে তাকে অতিক্রম করে চলে আসলাম কিন্তু আমার সেই বন্ধুটি অপলক মেয়েটার দিকে তাকিয়ে আছে | যখন সামনা সামনি হল তখন একপাশে সরে দাঁড়াতে গিয়ে হারিয়ে গেল | এতক্ষণ আমরা বিষয়টি লক্ষ্য করিনি | হটাত খিলখিল হাসি শুনে আমরা পিছনে ফিরে যা দেখলাম তাতে নিজেরাই হাসতে শুরু করলাম | হারিয়ে যাওয়ার বিষয়টি খোলাসা করি , মেয়েটা যখন সামনাসামনি হল সে সরে দাঁড়াতে গিয়ে পাশের ড্রেনে পড়ে গিয়েছিল আর তা দেখেই মেয়েটার খিলখিল হাসি | বন্ধুরা ভাবুন কেন এমন হোল | আমরাও তাঁকে জিজ্ঞেস করেছিলাম সে উত্তর দিয়েছিলো সব দোষ আসলে মেয়েটার গালের টোল | ওটা দেখতে গিয়েই তার এই দশা | ওই ব্যাপারটা নিয়ে আমরা এখনো থাকে ক্ষেপাই | কিন্তু আজ মনটা কেন এমন করছে ? গল্পটার সাথে কি সম্পর্ক এটার ? পাঠক নিজেরাই একটু ভেবে দেখুন না |

:) :) :D :D :( :(

Thursday, December 15, 2016

আমার দেশ আমার অহংকার

৪৫ বছর , অনেক দীর্ঘ একটা সময় | ভাবছিলাম বসে বসে তখনকার মানুষের চিন্তাভাবনাগুলো কেমন ছিল |  হয়তো
আমাদের মতনই | যেদিকেই জোর সেদিকেই সবার দৌড় | একটা বিষয় নিশ্চিন্তে বলা যায় অন্তত সাহসী ছিল | নয়ত ঢাল নাই  তলওয়ার নাই নিধিরাম সরদার হয়েও দেশ বাঁচানোর লক্ষ্যে এভাবে ঝাঁপিয়ে পরতেন না | লাল সালাম | চিন্তা করছিলাম আমি ওই সময়টাতে কি করতাম | প্রথমে ভাবতাম বউ বাচ্চা মা বাবা ভাই বোন দের কথা , যখন এই সব ভাবনা চিন্তার ঊর্ধ্বে থাকতে পারতাম  হয়তো ভাবতাম ঠিক আছে না হয় দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পরি | এই ভাবনা চিন্তার সময়টাতে  হয়তো দেশটাকেই হারিয়ে ফেলতাম | যতই ভাবছি চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে |  কতোটা সাহস দেশের প্রতি টান থাকলে প্রিয়জনদের টানটাকে অবজ্ঞা করে যুদ্ধে যেতে পারে | অন্তত এটুকু বলতে পারি আমি পারতাম না | এই চিন্তা থেকেই নিজের জায়গায় দাড়িয়ে অন্তর থেকেই শ্রদ্ধা জানায় সেইসব শহীদদের যাদের আত্মত্যাগে আমাদের এই সুন্দর দেশ অর্জন | ভালবাসি বাংলাদেশ | এটাই আমার দেশ আমার অহংকার |

Tuesday, December 13, 2016

অস্থিরতা

মাঝে মাঝে ভাবি  জীবন মানে কি ? সত্য অসত্যের মাঝখানে ছটফট করতে থাকা হৃদয়ের কাছে উত্তর পাইনা | এই ছটফটানি কেনও ? মনের কাছেও এর কোনও উত্তর নাই | পরিশেষে ভাবাভাবি বন্ধ করে লিখতে বসলাম | মনে পরে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়গুলোর কথা |
প্রথম যে স্কুল এ. পড়তাম এখনো স্পষ্ট মনে পড়ে মায়ামায়া চেহেরায় বান্ধবীদের টিফিনে ভাগ বসানো , জানা অজানা সব. মেয়েরই ভাই বনে যাওয়া | হাই স্কুলে শেষ পিরিয়ডে ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ফুটবল খেলা | বাসায় আসার পর মা মনোযোগ দিয়ে শুনতেন কেনও দেরী হোলও তারপর শুরু হতো  বেতের বাড়ি অর্থাৎ পিটুনি | হা হা হা | আজো হাসি পায় কত মিথ্যা বলতাম আর মা শুনতেন পরিশেষে পিটুনি | অদ্ভুত সবকিছু | আজো মায়ের আক্ষেপ বড্ড দেরীতে আসলাম বাড়িতে এবার ,সেই অজুহাত আজো আছে মা বুঝেন কিন্তু  সেই পিটুনি নাই | অনেক কিছুই আজ মনে পরছে | অস্থির মন অস্থির সবকিছুই |  ....

Wednesday, December 7, 2016

আত্মউপলব্ধি

একটা বিষয় ইদানিং খুব বেশি ভাবছি | জীবনের অনেক বড় একটা সময় অনেক ত্যাগ তিথিক্ষার পর ভালো একটা সময় আসার মুহূর্তে উপরওয়ালার নির্দেশে যখন না ফেরার দেশে চলে যাব তখন আমাকে নিয়ে মানুষের চিন্তা ভাবনাগুলো কেমন হবে | অনেক ভেবে কিছু বিষয় নিশ্চিত হলাম | যেমন , কাছের যে মানুষগুলো ছিল তাদের কেও কেও বলবে মানুষটা ভালো ছিল | কেও বলবে ভালো ছিল কিন্তু একঘুয়ে ছিল বলে যতটা উন্নতি করা উচিত ছিল হইনি | কেও বা আবার বলবে , এতো অল্প বয়েসে মারা গেলো নিশ্চয় কোনও কিন্তু আছে | পারিবারিক কোনও ব্যাপার তো নিশ্চয় আছে |
কেও আমার অন্যরকম কোনও সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে খবর নেওয়ার চেষ্টা করবে | যদি এমন কোনও ইঙ্ঘিত পাওয়া যায় তাহলে আর কথাই নেই | আমার সব ভালোত্ব এক ধাক্কাতে শেষ | এই ব্যাপারটা মাথায় আসার সাথে সাথে একটা গল্প মনে পড়ল | একবার এক শিক্ষক একটা নামতা লিখছিল , নামতার শুরুটা তিনি একটা ভুল দিয়ে শুরু করে বাকি নামতাটা ঠিক করে লিখলেন | তখন সব ছাত্ররা একসাথে চিৎকার করে উঠলো , স্যার নামতাটা ভুল হয়েছে | তখন শিক্ষক বললেন এটা আমি ইচ্ছে করেই করেছি তোমাদের একটা বিষয় বুঝাতে | জীবনে অনেক ভালো ভালো কাজ করার পর যদি কখনো মানুষ ভুল করে কোনও ভুল কাজ করে আজীবন তাকে ওই ভুল নিয়েই কথা শুনতে হবে তার সব ভালো ভালো কাজের কোনও মূল্যই থাকবেনা | এমনকি মরণের পরেও এই বিষয় নিয়েই কথা হবে | আমিও এখন ভাবছি জীবনে কি কি ভুলগুলো করেছি যেটা মরণের পরে ও আমাকে কাঁদাবে | উত্তরটা হইত অজানাই থেকে যাবে | বিষয়টা ভাবছি ভাবনাটা মাথায় ঘুরপাক খাচ্ছে |


Monday, December 5, 2016

ইন্টার্ভিউ টিপ্পনী [ Interview Tips ]

জব ইন্টার্ভিউ নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তিত থাকি | ভয়টা বেশি থাকে যতটা না পড়াশুনা বিষয়ক তারচেয়ে বেশি থাকে কি হবে ওখানে ? আদৌ কি আমার চাকরিটা হবে ? এসব বিষয় নিয়ে অহেতুক চিন্তা , অবশেষে বিফল হওয়া |  আমি জব ইন্টার্ভিউ এর কিছু সাধারণ বিষয় নিয়ে লিখার চেষ্টা করছি |
জব ইন্টার্ভিউ তে কিছু কমন প্রশ্ন  থাকে , যেমন :
১ )  আমি আপনাকে কেনো চাকরিতে নিব ?
###########
এর উত্তর দেওয়ার আগে অর্থাৎ ইন্টার্ভিউ তে যাওয়ার পূর্বে যে প্রতিষ্ঠানে ইন্টার্ভিউতে যাব সে প্রতিষ্ঠান সম্পর্কে কিছু ধারনা নিয়ে যেতে হবে |
উত্তরটা এরকম হওয়া উচিত যেমন , আপনার প্রতিষ্ঠানে যদি আমি সুযোগ পাই তাহলে আমি আমার যোগ্যতা প্রমাণের একটা  সুযোগ পাব এবং যে কাজই  আমাকে দেওয়া হোক না কেন সঠিক সময়ে সেটা শেষ করব |
অথবা ,
আমার ভাল গুণ হচ্ছে আমি দ্রুত সবকিছু শিখে নিতে পারি  এবং যেটা জানি সেটা সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি | সুতরাং যদি আপনার প্রতিষ্ঠানে সুযোগ পাই তাহলে আমি আমার এই যোগ্যতা প্রমাণের একটা পরিবেশ পাব |
২ ) সাধারণত আমরা সবাই পড়াশুনা শেষ করার সাথে সাথেই চাকরিতে প্রবেশের চেষ্টা করি কিন্তু অনেকেই আছি পড়াশুনা শেষ করার বছর দুয়েক পরেও আমরা চাকরির সুযোগ পাইনা | সেক্ষেত্রে চাকুরিদাতা আপনাকে আরেকটা সাধারণ প্রশ্নও করতে পারেন | যেমন :
আপনি এত দীর্ঘসময় চাকরি করেননি কেনো ?
#############
উত্তরটা একটু চতুরতার সাথে দেওয়া উচিত :
মাঝখানের সময়টাতে আমি ক্যারিয়ার বিষয়ক কিছু প্রশিক্ষণ নিয়েছি এবং তার কিছু তথ্য উপস্থাপন  করতে হবে |
৩ ) অনেক সময় চাকরিদাতা নিজের অফিস এ কাজের অনেক চাপ থাকে এবং এটাতে আপনি কতটা মানিয়ে নিতে পারবেন সেই বিষয়ে জানতে চায় |
##########
আপনাকে চাকরি দাতাকে আশ্বস্ত করতে হবে যে আপনি চাপে কাজ করতে অভ্যস্ত বা শান্ত থাকে পারেন এবং আপনি একই সময়ে একাধিক কাজ করতে পারেন |
৪ ) কর্মক্ষেত্রে আপনি কি আশা করেন ?
###############################
একটা সুস্থ কর্মক্ষেত্র যেখানে আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবো অর্থাৎ job security থাকবে | সাথে সাথে নিজের যোগ্যতা আরও পরিপক্ব হবে |
৫ ) আপনি একটা টিম এর সদস্য হিসেবে কিভাবে কাজ করবেন ?
##################################
একটা টিম কে যে কাজ দেওয়া হবে এবং আমার উপর অর্পিত কাজ আমি সুষ্ঠুভাবে সময়ের পূর্বেই শেষ করার চেষ্টা করব এবং টিম এর সদস্য হিসেবে অন্যদের সহযোগিতাও কাম্য থাকবে  |
৬ ) আজ থেকে ৪ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান ?
############################
উত্তরটা এতটা সহজ নয় | উত্তর দিতে হবে সুতরাং এটুকু বলা উচিত যে নিজের যোগ্যতা অনুসারে প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে চাই |
৭ ) আপনার দুর্বলতা ?
#####################
এটারও আসলে কোনও উত্তর নাই | কারণ আপানর উচিত হবেনা নিজের দুর্বলতা জানানো কিন্তু উত্তর দিতে হবে সুতরাং বলা উচিত এখনো দুর্বলতা খুঁজে পাননি এবং সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে |
৮ ) আপনার শক্তিমত্তা [strength] কি ?
###################################
খুব সহজেই কাজ বুঝে নিতে পারি , দ্রুত শিখতে পারি এবং একজন গ্রুপ সদস্যও হিসেবে সবসময় সক্রিয় থাকি |
৯ ) আমাদের কাছে আপনার কোনও কিছু জানার আছে?
#####################################
উত্তর অনেকভাবেই দেওয়া যায় কিন্তু আমার ধারনা জানার অনেককিছু আছে যেটা প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেলে জানবেন |  সুতরাং উত্তরটা বলা উচিত , এই মুহূর্তে এমন কোনও বিষয় আছে যেটা আমাকে না নিতে আপনাদের উদ্বুদ্ধ করছে |
১০ ) যদি আপনার প্রতি চাকরিদাতার আগ্রহ থাকে তিনি আরেকটা সাধারণ প্রশ্ন করতে পারেন যেমন , আপনি কত বেতন আশা করেন ?
##############################################
প্রতি প্রতিষ্ঠানের একটা অর্গানোগ্রাম বা বেতন কাঠামো থাকে এবং সেই অনুসারেই আমার বেতন হওয়া উচিত |

ধন্যবাদ | 











Mentor

"Mentor" the most popular word .  

What it means ?

 Literary we think one who guides you in any means i.e; an experienced and trusted adviser.. At early age i wanted to be a mentor in future. It was my aim in life. Fortunately , i am in my dream job now as a mentor.

What should be my goal ??


" I have to groom a chunk of boys with some future hope and dreams. Most of them blindly believe what i said . Its make me responsible about my speech about my taught. Whom i am grooming now all are from different academic subject and from various background and i am just love to groom them with some new technology which make them think independently and somehow i succeeded and i strongly believe one day they will make this country more successful than today. "

The above statement  collected from a very  person who working as a mentor  in an organization where youth are trained to be professional in Technology .

Moral of the post is "Mentor" should have believe in himself so that s/he can achieve the best expected goal.


Continue...............