Tuesday, December 13, 2016

অস্থিরতা

মাঝে মাঝে ভাবি  জীবন মানে কি ? সত্য অসত্যের মাঝখানে ছটফট করতে থাকা হৃদয়ের কাছে উত্তর পাইনা | এই ছটফটানি কেনও ? মনের কাছেও এর কোনও উত্তর নাই | পরিশেষে ভাবাভাবি বন্ধ করে লিখতে বসলাম | মনে পরে স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়গুলোর কথা |
প্রথম যে স্কুল এ. পড়তাম এখনো স্পষ্ট মনে পড়ে মায়ামায়া চেহেরায় বান্ধবীদের টিফিনে ভাগ বসানো , জানা অজানা সব. মেয়েরই ভাই বনে যাওয়া | হাই স্কুলে শেষ পিরিয়ডে ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ফুটবল খেলা | বাসায় আসার পর মা মনোযোগ দিয়ে শুনতেন কেনও দেরী হোলও তারপর শুরু হতো  বেতের বাড়ি অর্থাৎ পিটুনি | হা হা হা | আজো হাসি পায় কত মিথ্যা বলতাম আর মা শুনতেন পরিশেষে পিটুনি | অদ্ভুত সবকিছু | আজো মায়ের আক্ষেপ বড্ড দেরীতে আসলাম বাড়িতে এবার ,সেই অজুহাত আজো আছে মা বুঝেন কিন্তু  সেই পিটুনি নাই | অনেক কিছুই আজ মনে পরছে | অস্থির মন অস্থির সবকিছুই |  ....

No comments:

Post a Comment